আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

প্রথম

Correct :

Wrong :

  • 1. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি-
  • 2. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
  • 3. হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস কোনটি?
  • হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস-নন্দিত নরকে।

    তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস-- দেয়াল, শঙ্খনীল কারাগার, এইসব দিনরাত্রি, জোছনা ও জননীর গল্প, মন্দ্রসপ্তক, দূরে কোথাও ইত্যাদি

  • 4. শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি?
  • 5. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন?  
  • শ্রী দীনেশচন্দ্র সেন ১৮৬৬-এর ৩রা নভেম্বর মানিকগঞ্জের বগজুড়ী গ্রামে জন্মগ্রহণ এবং ১৯৩৯-এর ২০শে নভেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। ১৮৯০-একুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণের সাহায্যে ১৮৯৬-এ "বঙ্গভাষা ও সাহিত্য" শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। ১৯১১ সালে তাঁর সুবিখ্যাত গ্রন্থ "হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার" প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে "রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোসিপ" প্রদান করে এবং এর আওতায় তিনি "মৈমনসিংহ গীতিকা" ও "পূর্ববঙ্গ গীতিকা" সম্পাদনা করেন। ১৯২১-এ কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট ডিগ্রী এবং ১৯৩১-এ "জগত্তারিণী স্বর্ণপদক" প্রদান করেন। ১৯২১-এ ভারত সরকার তাঁকে "রায় বাহাদুর" উপা

  • 6. বাংলা সাহিত্যর প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
  • 7. বাংলা সাহিত্য প্রথম মহাকাব্য ও কবি-
  • 8. বাংলা সাহিত্যর প্রথম সার্থক ছোট গল্পকার কে?
  • 9. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সাময়িকপত্র কোনটি?
  • 10. বাংলা সাহিত্যর প্রথম উপন্যাস কোনটি?
  • 11. বাংলা ভাষায় কুরআন শরীফের কার অনুবাদ প্রথম প্রকাশিত হয়?
  • 12. বাংলা সাহিত্যর প্রথম রোমান্টিক কবি কে?
  • 13. চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-
  • 14. প্রথম বাংলা উপন্যাস হল-
  • 15. প্রথম বাঙালি সনেট রচয়িতা?
  • 16. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
  • 17. বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  • 18. কখনো উপন্যাস লেখেননি?
  • 19. জসীমউদ্দীনের রচিত গাথাকাব্য কোনটি?
  • 20. জসীমউদ্দীনের ভ্রমন কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
  • 21. পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহন করেন?
  • 22. জসীমউদ্দীনের প্রথম কাব্য গ্রন্থ কোনটি?
  • 23. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা ?
  • 24. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন—
  • 25. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-
  • 26. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা --
  • 27. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ?
  • 28. কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী ?
  • 29.  বাংলা সাহিত্যের প্রথম সার্থক সনেট লেখক -
  • 30. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে?
  • 31. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক -
  • 32. বাংলা মৌ্লিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে ?
  • 33. আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি?
  • 34. প্রথম ঐতিহসিক ট্রাজেডিমূলক নাটক কোনটি?
  • 35. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
  • 36. বাংলা সাহি্ত্যের প্রথম সফল ঔপন্যাসিক?
  • 37. প্রথম বাংলা উপন্যাস হল-
  • 38. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?
  • 39. বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙালি লেখক কে?
  • 40. বাঙ্গালির লেখ প্রথম মুদ্রিত গ্রন্থ 'ব্রাহ্মন-রোমান-ক্যাথলিক সংবাদ' এর রচয়িতা কে?  
  • 41. বাংলাভাষায় বাক্যের অর্থ উদ্ধারের সুবিধার্থে কে প্রথম দাঁড়ি,কমা,সেমিকোলন ইত্যাদির প্রবর্তন করেন কে?
  • 42. বাঙ্গালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ কি?
  • 43. কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়?
  • 44. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-
  • 45. বাংলাভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন?
  • 46. বাঙালি রচিত,বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গদ্যগ্রন্থ কোনটি?
  • 47. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?  
  • 'আলালের ঘরের দুলাল' বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তিনি এই উপন্যাসটি রচনা করেন।

  • 48. বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি?  
  • বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকার প্রথম কবি। বাংলা সাহিত্যর আধুনিক যুগের প্রথম দিকে সফল গীতিকবিতা রচনা করার কারনে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধি দিয়েছেন।

  • 49. বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?
  • উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৪৯৮ সালে গোয়ায়। এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র। ১৭৭৮ খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন। উইলিয়াম কেরি ১৮০০ খ্রিস্টাব্দে জোশুয়া মার্শম্যানের সহযোগিতায় শ্রীরামপুর মিশনে মুদ্রণযন্ত্র স্থাপন করেন।

  • 50. বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে রচিত হয়?
  • বাংলা সাহিত্যে প্রথম জীবনীকাব্য রচিত হয় শ্রীচৈতন্যদেবকে অবলম্বন করে।

  • 51. বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?
  • ∎বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ--কৃপার শাস্ত্রের অর্থভেদ.

  • 52. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
  • ∎শাহ মুহম্মদ সগীর:

    শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৪-১৫ শতকের কবি। মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিস্টাব্দে) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী। কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণা সৃষ্টির প্রতিই কবির অধিক আগ্রহ লক্ষ্য করা যায়। সে যুগে দেশি ভাষার রসাশ্রয়ী ধর্মকাহিনী রচনা করার মধ্যে কবির সৎসাহসের পরিচয় মেলে। বাইবেল-কুরআন কিংবা ফিরদৌসী-জামীর অনুসরণে কাহিনী-কাব্যটি কল্পিত হলেও তাতে বাংলাদেশ ও বাঙালী-জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।

  • 53. বাংলা সাহিত্যর প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
  • বাংলা সাহিত্যর ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধ গ্রন্থ দীনেশ্চন্দ্র সেনগুপ্ত রচিত ''বঙ্গভাষা ও সাহিত্য''।

  • 54. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
  • বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ ''বঙ্গভাষা ও সাহিত্য''। ''বঙ্গভাষা ও সাহিত্য'' এর রচয়িতা দীনেশচন্দ্র সেনগুপ্ত।

  • 55. কবি গানের প্রথম কবি –
  •  ∎কবিগান:

    কবিগান বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা। এই ধারায় লোককবিরা প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করে থাকেন। গায়ককে কবি হতে হয়। তিনি মুখে মুখে পদ রচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সুরারোপ করে গেয়ে থাকেন। কবিগান পরিবেশনকারীদের বলা হয় কবিয়াল।

  • 56. পথিক তুমি পথ হারাইয়াছো - কথাটি কার? 
  • 57. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? 
  • 58. বাঙ্গালী মুসলমানদের মধ্যে সর্বপ্রাচীন কবি -
  • বাংলা ভাষায় সর্বপ্রাচীন মুসলমান কবির নাম শাহ্‌ মুহম্মদ সগীর। শাহ্‌ মুহম্মদ সগীর ১৫ শতকে ''ইউসুফ-জুলেখা'' কাব্য রচনা করেন। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ''ইউসুফ- জুলেখা'।

  • 59. বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি ?
  • বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ/জীবনী গ্রন্থ-- রামরাম বসু রচিত ''রাজা প্রতাপাদিত্য চরিত্র''। 

  • 60. দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-  
  • দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-- ফকির গরিবুল্লাহ।

  • 61. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?  
  • বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন রচিত প্রথম নাটক ''বসন্তকুমারী'' । এটি লেখকের প্রথম নাটক এবং তৃতীয় গ্রন্থ। ''বসন্তকুমারী'' বাংলা সাহিত্যে  মুসলিম নাট্যকার রচিত প্রথম সার্থক নাটক।

  • 62. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-
  • 63. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক -
  • 64. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? 
  • 65. বাংলায় টি. এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক?
  • 66. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
  • কলকাতার তালতলা লেনের ৩/৪ সি বাড়িটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার আঁতুড়ঘর। ১৯২১ সালে দ্বিতল এই বাড়িটিতে বসে কবি লিখেছিলেন রক্তে দোলা জাগানিয়া ‘বল বীর.. চীর উন্নত মম শির। ’


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6872

Students

79846

Questions

150

Model Test