আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

রাষ্ট্র

Correct :

Wrong :

  • 1. বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?
  • বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত ১৫ বার সংশোধন হয়েছে। ২০১১ সালের ২৫ জুন পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপিত হয়। ৩০ জুন ২০১১ জাতীয় সংসদে প্রথম কণ্ঠভোটে এবং পরে দুদফা বিভক্তি ভোটে পাশ হয়। ৩ জুলাই ২০১১ রাষ্ট্রপতি মোঃ জিলুর রহমান এতে সম্মতি প্রদান করেন। উল্লেখ্য, এ সংশোধনীর মাধ্যমে নিৰ্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়ে যায়
  • 2. বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
  • বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি ৪টি। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই ৪টি রাষ্ট্রীয় মূলনীতি ।
  • 3. বলপ্রয়োগ মতবাদের বিশ্বাসী ছিলেন-   
  • 4. ঐশী মতবাদে কোন ধরনের শাসকের জন্ম হওয়াই স্বাভাবিক?   
  • 5. কে নিজেকে খোদার বরপুত্ৰ মনে করতেন?  
  • "সূর্য রাজা" (sun king) চতুর্দশ লুই'এর রাজত্বকাল(১৬৪৩-১৭১৫) ছিল সাফল্যে ভরপুর। তিনি নিজেকে খোদার বরপুত্র মনে করতেন ।

  • 6. ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?   
  • 7. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ কোনটি?   
  • 8. টমাস হবস কোন দেশের নাগরিক?   
  • টমাস হব্‌স (ইংরেজি Thomas Hobbes টমাস্‌ হব্‌জ়্‌, এপ্রিল ৫, ১৫৮৮ - ডিসেম্বর ৪, ১৬৭৯) ছিলেন ইংরেজ দার্শনিক। যিনি বিশ্বব্যাপী রাজনৈতিক দর্শনের বিষয়ে তার কর্মের জন্য অধিক পরিচিত। ১৬৫১ সালে প্রকাশিত লেভিয়েথন গ্রন্থে তিনি সামাজিক চুক্তি তত্ত্বের ধারণা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তিতে পাশ্চাত্যের রাজনৈতিক দর্শনের গোড়াপত্তন করে।

    থমাস হবস ১৫৮৮ সালের ৫ এপ্রিল ইংল্যান্ডের Malmesbury-এর এক ধর্মযাজক পরিবারে জন্মগ্রহণ করেন।

  • 9. প্রকৃতির রাজ্যকে কে পার্থিব স্বর্গ বলে অভিহিত করেছেন?   
  • জঁ-জাক রুসো :: (২৮শে জুন, ১৭১২ – ২রা জুলাই, ১৭৭৮) ফরাসি দার্শনিক, সমাজবিদ, আলোকিত যুগের অন্যতম প্রবক্তা |

  • 10. স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব’ শ্লোগানটি কোন বিপ্লবের?   
  • ফরাসি বিপ্লব পুরো বিশ্বের রাষ্ট্রব্যবস্থায় অভুতপূর্ব প্রভাব ফেলেছিল। রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কৃষক ও শ্রমজীবীদের আন্দোলনের পথিকৃৎ এই বিপ্লব। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এই আন্দোলন সংঘটিত হওয়ার পেছনে ফরাসি দার্শনিক ও সাহিত্যিকদের অসামান্য অবদান রয়েছে। পুরো অষ্টাদশ শতাব্দী ধরে ইউরোপে এক বিপ্লবী চেতনার উন্মেষ ঘটেছিল। তারই ফলাফলে রাজতন্ত্রের পতন ঘটে, গণতন্ত্র শব্দটি পায় নতুন মাত্রা।

  • 11. কার্লমাৰ্কস এর তত্ত্ব কোনটি?  
  • 12. মার্কসবাদে রাষ্ট্র কি?  
  • 13. রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদ অনুসারে শাসক বিধাতার প্রতিনিধি?  
  • 14. কে জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির জিন্মাদার?  
  • 15. জনগণের সম্পত্তিই হচ্ছে সরকারের ভিত্তি?--উক্তিটি কার?  
  • 16. ব্যবস্থা তত্ত্বের (system theory) উদ্ভাবক কে?  
  • 17. “আমিই রাষ্ট্র।'-এ কথাটি কে বলেছেন?    
  • 18. An Introduction to Politics কে লিখেছেন?   
  • 19. কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?   
  • 20. রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানবসমাজের সর্বাধিক কল্যাণসাধন করা।”-এ উক্তিটি কার?  
  • 21. সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের - ক্ষমতা।  
  • 22. রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি?  
  • 23. রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য কি?   
  • 24. রাষ্ট্রের উপাদান কয়টি?  
  • জনসমষ্টি,সরকার , ভুমি , সার্বভৌমত্ব

  • 25. রাষ্ট্রের উপাদান কোনটি?  
  • 26. রাষ্ট্র হচ্ছে একটি  
  • 27. ‘রাষ্ট্র এমন একটি সংগঠন যা জনসাধারণকে সামাজিক কল্যাণ সম্বন্ধে জ্ঞান দান করে।’-এ উক্তিটি কার?  
  • 28. সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহি:শত্রুর নিয়ন্ত্রণমুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।" -এ উক্তিটি কার?  
  • 29. কোনাে নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে।’-এ উক্তিটি কার?  
  • 30. কোন দেশের সংবিধান অলিখিত ?
  • 31. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি?
  • 32. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
  • 33. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
  • 34. ২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
  • 35. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
  • শেখ হাসিনা সেনানিবাস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশন কার্যালয়ে অবস্থিত একটি পরিকল্পনাধীন সেনানিবাস।এটি পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত।

  • 36. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
  • 37. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6878

Students

79846

Questions

150

Model Test