সাম্প্রতিক প্রশ্নোত্তর বর্তমান বিশ্ব জুন ২০১৮

সাম্প্রতিক প্রশ্নোত্তর বর্তমান বিশ্ব জুন ২০১৮

• ক্যারিবীয় দ্বীপ বারবাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?

- মিয়া আমোর মোটলি ।

• সম্প্রতি উত্তর কোরিয়া তাদের কোন পরমাণু পরীক্ষা কেন্দ্র বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দিয়েছে?

 - ‘পুংগিয়ে-রি'।

• সম্প্রতি নির্বাচিত স্পেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

- পেদ্রো সানচেজ।

• আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে ১ জুন, ২০১৮ পাকিস্তানে সপ্তম তত্ত্বাবধায়ক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছেন কে?

 - নাসিরুল মুলক।

• অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ মতে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

- ১.৩৭%

• অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ মতে পুরুষ ও নারী অনুপাত কত?

- ১০০.৩ : ১০০

 • অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ মতে পুরুষ ও নারীর গড় আয়ু কত?

- ৭০.৩ ও ৭২.৯ বছর।

• ২০১৮-১৯ সালের বাজেটে কোন খাতে বেশি বাজেট দেয়া হয়?

- জনপ্রশাসন খাতে।

 • ২২ - ২৪ জুন, ২০১৮ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ২৭তম বইমেলার স্লোগান কী?

- “বই হোক আমাদের উত্তরাধিকার” ।

২০১৮ সালে ম্যান বুকার। ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন। পোল্যান্ডের কোন লেখক?

- ওলগা টোকারচুক।

• ২০১৭ সালে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে কোন দেশের?

- ভারত।

• লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী নাম কী?

- মিশেল আউন হারিরি ।

 ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন সহ-উপাচার্যের (প্রশাসন) নাম কী?

 - অধ্যাপক মুহাম্মদ সামাদ।

 

• ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

- কার্লো কোত্তারেল্লি।

• ২২- ২৭ মে, ২০১৮ শ্রীলংকার কলম্বোয় কততম সার্ক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়?

- অষ্টম।

 • সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ‘আইএস আই’এর দুই সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত ও আসাদ দুররানি একসঙ্গে মিলে যে বইটি লিখেছের তার নাম কী?

 - ‘দ্য স্পাই ক্রনিকলস।

•২০১৮ সালে পোল্যান্ডের লেখক ওলগা টোকারচুক কোন উপন্যাসের জন্য ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পান?

- ফ্লাইটস।

 • সম্প্রতি উত্তর আমেরিকায় কততম ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়?

- সপ্তদশ।

 • সম্প্রতি এভারেস্ট জয়ী পর্বতারোহী এমএ মুহিত কোন পর্বত জয় করেন?

 - লাকপা রি পর্বত।

• ২০১৮ সালে অনুষ্ঠিত আইপিএল এ সর্বোচ্চ রান করেন কোন খেলোয়াড়?

 - কেন উইলিয়ামসন (৭৩৫)।

• ২০১৮ সালে অনুষ্ঠিত ১১তম | আইপিএল-এ সর্বোচ্চ উইকেট শিকার করেন কোন বোলার?

- অ্যান্ড্রু টাই।

• কবে আবদেল ফাত্তাহ সিসি মিসরের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মমো শপথ গ্রহণ করেন?

 - ২ জুন, ২০১৮।

• সম্প্রতি দুই বাংলার চলচ্চিত্রে অবদানের জন্য কোলকাতার ১৭ তম ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বাংলাদেশী অভিনেত্রী ববিতাকে কোন সম্মাননা প্রদান করা হয়?

 - আজীবন সম্মাননা।

• বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধানের নাম কী ?

 - মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

 সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জেমস প্যাটারসনের সম্মিলিতভাবে লিখিত রোমাঞ্চকর গল্পের বইয়ের নাম কী?

 -- দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং।

 • সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কে ?

- টুমো পৌটিআইনেন।

•  সম্প্রতি কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক নির্বাচনে বিজয়ী বাংলাদেশি নারীর নাম কী?

 – ডলি বেগম।

•  সম্প্রতি শিল্পোন্নত দেশগুলোর জোট গ্রুপ অব সেভেন (জি ৭) সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

- কানাডার কুইবেকে।

• সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রথমবারের মতো যে কৃষ্ণাঙ্গ নারী মেয়র নির্বাচিত হয়েছেন তাঁর নাম কী?

 - লন্ডন ব্রিড।

 • ২০২৬ সালে ত্রিদেশীয় জোটের মাধ্যমে কোন তিনটি দেশ ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে?

– যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

 

Share


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6847

Students

79846

Questions

150

Model Test